kolkata

Nov 30 2023, 17:41

*মহামেডান স্পোর্টিং ক্লাবের মহিলা দল *কন্যাশ্রী কাপ ২০২৩* জয় পেল মতুয়া সরোজিনী নাইডু ওরিয়েন্ট স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে*

খেলা 

 

কলকাতা: মহামেডান স্পোর্টিং ক্লাবের মহিলা দল মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে মতুয়া সরোজিনী নাইডু ওরিয়েন্ট স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ২-০ গোলে জয়ী হল।

খেলার প্রথমার্ধে অসাধারণ খেলে হাফ টাইমের ঠিক আগে তাদের মেয়েরা ১টি গোল করে। এরপর দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য বজায় রেখে আরও ১ টি গোল পায়।

সারা ম্যাচে অসাধারন খেলে লাবনী মিস্ত্রি।আর তার দেওয়া ২টি গোলই শেষ পর্যন্ত মহামেডান স্পোর্টিং ক্লাবের জয় এনে দেয়।জয়ের সুবাদে মহামেডান ৩ পয়েন্ট পেয়ে লিগ পর্যায়ে অনেকটাই এগিয়ে গেল তারা।

 ছবি: সৌজন্যে মহামেডান স্পোর্টিং ক্লাব।

kolkata

Nov 30 2023, 16:26

দক্ষিন ২৪ পরগণায় স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগে অন্তর্বতী স্থগিতাদেশ দিল হাইকোর্ট

কলকাতা: এবার প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠল। দক্ষিন ২৪ পরগণায় প্রধান শিক্ষক নিয়োগে অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।আদালতের নির্দেশ ছাড়া আপাতত ওই জেলায় নতুন করে কোনো স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ করা যাবে না বলে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ২০২৩ বর্ষে এই জেলার প্রধান শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ চেয়ে আবেদন জমা পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। এখানে কাউন্সেলিং প্রক্রিয়া মানা হয়নি বলেই অভিযোগ করেন মামলাকারী আইনজীবী।

রাজ্যের বক্তব্য জেলা স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিপিএসসি রুলে প্রধান শিক্ষক নিযুক্ত হন শুধুমাত্র বয়স এবং অভিজ্ঞতায়। কিন্তু মামলাকারীর যুক্তি ছিল বাঁকুড়া ও উত্তর ২৪ পরগণায় কাউন্সিলিং করেই নিয়োগ করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শিক্ষা পর্ষদকে আপাতত ওই জেলায় নতুন নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে ।

kolkata

Nov 30 2023, 14:59

ঝালদা পুরসভার আস্থা ভোট করাতে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা: পুরুলিয়ার ঝালদা পুরসভার আস্থা ভোট করাতে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ঝালদায় আস্থা ভোট করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুরুলিয়ার জেলাশাসকের উপস্থিতিতে এই আস্থা ভোট করানোর জন্যে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই নিয়ে আদালতে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।

আদালত পর্যবেক্ষণ, এই সময়ের মাঝে পুরসভা যেমন চলছে, তেমনই চলবে। উল্লেখ্য ,ঝালদা পুরসভার চেয়ারপার্সনের অপসারণ চেয়ে জোড়া মামলা হয় হাইকোর্টে। শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে আদালতের দ্বারস্থ হন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। আবার পাঁচজন তৃণমূল কাউন্সিলর ও দুই কংগ্রেস কাউন্সিলরের দু’টি পৃথক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।

সেই মামলাতেই এদিন এই নির্দেশ দিয়েছে আদালত।এই পুরসভায় মোট ১২টি আসন ।গত পুরভোটে তৃণমূল ও কংগ্রেস এখানে যথাক্রমে ৫টি করে আসনে জেতে। নির্দল পায় বাকি আসন ২টি। এই নির্দলই বারবার খেলা ঘুরিয়েছে ঝালদার। বিশেষ করে শীলা চট্টোপাধ্যায়কে কখনও কংগ্রেসে সমর্থন দিয়েছে, কখনও তৃণমূল। কিছুদিন আগে তিনি তৃণমূলে যোগদানও করেন।

kolkata

Nov 29 2023, 18:06

*ইডেন গার্ডেনে শুরু হল মেয়র কাপ*

খেলা

খবর কলকাতা: বুধবার ইডেন গার্ডেনে ৬৪ টি স্কুলের জুনিয়র নাইটদের সমন্বিত মেয়র কাপের সূচনা হল। এই টুর্নামেন্টটি কীভাবে জুনিয়র খেলোয়াড়দের জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে পারে সে সম্পর্কে সিএবির সভাপতি স্নেহাশিষ গাঙ্গুলী সমস্ত দলকে মূল্যবান পরামর্শ দেন। এদিনের উদ্বোধনে উপস্থিত, কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশীষ কুমার, সিএবির সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস, স্কুল কমিটির চেয়ারম্যান সঞ্জয় দাস, ট্যুর, ফিক্সচার এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ দস্তিদার, স্টেডিয়াম কমিটির চেয়ারম্যান সান্তনু মিত্র এবং কেকেআরের সিএমও বৃন্দা দে।

উদ্বোধনী ম্যাচের আগে, সিএবির সভাপতি দেবাশীষ কুমার এবং বৃন্দা দেকে অভিনন্দন জানান।

আজ খেলা ছিল রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল এবং ডন বস্কো স্কুল পার্ক সার্কাস মধ্যে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল।

সিএবি সভাপতি স্নেহাশিষ গাঙ্গুলি বলেন, "এমনকি বিশ্বকাপের সময়, যেখানে আমাদের পাঁচটি বড় ম্যাচ ছিল, আমরা স্থানীয় ক্রিকেটের দিকে মনোনিবেশ করেছিলাম। এবং এই প্রথম আমরা নভেম্বরে মৌসুম শুরু করছি।আমরা মেয়র কাপ জুনিয়র নাইটস চ্যাম্পিয়নশিপের গুরুত্ব জানি। এটি এমন একটি মিলন যা ভবিষ্যতের জন্য প্রতিভাকে উন্নীত করবে। এটি শুধুমাত্র একটি স্কুল চ্যাম্পিয়নশিপ নয়, এটি একটি খুব গুরুত্বপূর্ণ ফিডার টুর্নামেন্ট এবং তাই আমরা এটির উপর অতিরিক্ত গুরুত্ব দিয়েছি। দলগুলোর উৎকর্ষ দেখতে চাই এবং আমাদের মানসম্পন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেট দিতে চাই।আমাদের ৩২টি মাঠে১১১টি ম্যাচের জন্য ৬৫টি দল অংশগ্রহণ করবে।

ছবি : সৌজন্যে সিএবির

kolkata

Nov 29 2023, 17:44

প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় ৫৪ পাতার রিপোর্ট জমা দিল সিবিআই

কলকাতা: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় ৫৪ পাতার রিপোর্ট জমা দিল সিবিআই। বিচারপতি ওই রিপোর্ট খতিয়ে দেখে শুনানির নির্দেশ দিয়েছেন।আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে। ঐদিনের তদন্তে গঠিত সিবিআইয়ের সিট প্রধানকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাইকোর্টে ৫৪ পাতার রিপোর্ট জমা দেয়।

ওই রিপোর্ট জমা দিয়ে আদালতে তদন্তের অগ্রগতির কথা জানান সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান অশ্বিন শেণভি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট (উত্তরপত্র) এবং অতিরিক্ত প্যানেল নিয়ে তদন্তের রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ওই রিপোর্ট খতিয়ে দেখে আগামী শুক্রবার মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি। ওই দিন উপস্থিত থাকতে বলা হয়েছে সিট-প্রধান শেণভিকেও।

kolkata

Nov 28 2023, 17:48

নিমতার কল্যাণী রোড এলাকায় তৃণমূলের পার্টি অফিসে কাউন্সিলরের উপস্থিতিতে সালিশি সভায় মারধর যুবকদের, আতঙ্কে আক্রান্ত যুবক

কলকাতা: উত্তর দমদম পুরসভার ৪ ও ৩৪ নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে সোমবার রাতে সালিশি সভা বসানো হয়েছিল। দুই ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিমুদ্দিন ও সুলতানা বাণুর উপস্থিতিতে। সেই সময় নিমতার ছোট ফিঙ্গার বাসিন্দা কয়েকজন যুবককে যারা পার্শ্ববর্তী চায়ের দোকানে বসেছিল তাদের ওই পার্টি অফিসে ঢেকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে ব্যাপক মারধর করা হয়। ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে আক্রান্ত যুবক জিনাত আলী।

এছাড়াও রাজা নামে এক যুবককে মারধর করা হয়। তিনি এখন কামারহাটি সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভয় মুখ খুলতে নারাজ এলাকাবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনরকম উত্তেজনা না ছড়ায় তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনার ছবি করতে গেলে পুলিশি বাঁধার মুখ পড়তে হয় সংবাদমাধ্যমকে। গোটা ঘটনা নিয়ে কাউন্সিলর শেখ নাজিমুদ্দিন কোন প্রতিক্রিয়া দিতে চায়নি।

kolkata

Nov 28 2023, 15:36

আজ বিকালের মধ্যেই গল্ফ গ্রীনের কোয়ার্টার দখল মুক্ত করতে নির্দেশ দিলেন হাইকোর্টের

কলকাতা: মঙ্গলবার বিকালের মধ্যেই গল্ফ গ্রীনের কোয়ার্টার দখল মুক্ত করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। অভিযোগ, সুপ্রিমকোর্টের নির্দেশের পর ২ বছর কেটে গেলেও দখলমুক্ত করা যায়নি ওই কোয়ার্টার। এই অভিযোগ শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। এর পরেই বেলা ৩ টার মধ্যে কোয়ার্টার খালি করানোর জন্য পুলিশকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।

ঘটনাটি গল্ফগ্রীন থানার অন্তর্গত জুবিলি পার্ক থানা এলাকার। আদালতের নির্দেশ, কোয়ার্টারের ভিতর কোন সামগ্রী থাকলে অবিলম্বে বের করতে হবে। জানা গিয়েছে, ১৯৬৮ সালে বাড়িতে পৌরহিত্যের জন্য উপেন্দ্রনাথ চক্রবর্তীকে নিযুক্ত করেন শম্ভুনাথ বিশ্বাস। সেই সময় তাকে থাকার জন্য একটি কোয়ার্টারও দেওয়া হয়। ১৯৭০ সালে শম্ভুনাথ বিশ্বাসের মৃত্যুর পরেও উপেন্দ্রনাথ চক্রবর্তীকে বহাল রাখেন তার ছেলে শেখর বিশ্বাস।

অভিযোগ, ১৯৯৮ সালে উপেন্দ্রনাথ চক্রবর্তী বেআইনি নির্মাণ করার চেষ্টা করেন। সেই অভিযোগের ভিত্তিতে তাকে পৌরহিত্যে থেকে অব্যাহতি দেন শেখর বিশ্বাস। ওই কোয়ার্টার খালি করানোর জন্য আলিপুর আদালতে মামলা দায়েরও হয়। ২০০১ সালে উপেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যুর পরে তার পরিবার জোর করে ওই কোয়ার্টার দখল করে থেকে যায় বলে অভিযোগ। ১৯৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মামলা চলার পরে সুপ্রিম কোর্ট থেকে নিজের পক্ষে রায় পান শেখর বিশ্বাস। যদিও তার পরেও কোয়ার্টার খালি করানো যায়নি বলে অভিযোগ। সেই মামলাতেই এই নির্দেশ সিঙ্গেল বেঞ্চের।

kolkata

Nov 28 2023, 13:43

*বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ*


কলকাতা: রাজ্যের সর্বস্তরে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ।

আজ বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের এই বিক্ষোভ দেখালো।

kolkata

Nov 28 2023, 13:33

*বিধাননগর সেন্ট্রাল পার্কে আর কোনও নির্মাণ কড়া যাবে না, অন্তর্বর্তীকালীন নির্দেশ হাইকোর্টের *


কলকাতা: বিধাননগর সেন্ট্রাল পার্কে আর কোনও নির্মাণ কড়া যাবে না বলে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। অপরদিকে খড়দহে ক্লাব ঘর ভাঙার ক্ষেত্রে অন্তবর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। সেন্ট্রাল পার্কে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছে ওই পার্কের আয়তন কত। সেখানে স্থায়ী নির্মাণ কত গুলি রয়েছে।

এই নিয়ে বিধাননগর পুরসভাকে রিপোর্ট দিয়ে জানাতে বলেছে আদালত। প্রধান বিচারপতি বলেন, মেলা বন্ধ করা যায় না। মানুষ যাবে কোথায়। বিধাননগর পুরসভার কাজ পার্ক রক্ষা করা। কয়েক বছর পর দেখা যাবে পার্ক ছোট হয়ে স্কোয়ার ফুটে চলে আসবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। 

অন্যদিকে, খড়দহে ক্লাব ঘর ভাঙার নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। ভাঙার জন্যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ। 

গত বৃহস্পতিবার বড়বাড়ি যুবক সমিতির নির্মীয়মান ক্লাব ঘর ভেঙে দিতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করল বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।

kolkata

Nov 27 2023, 19:27

সল্টলেকের এক বৃদ্ধকে প্রতারণা, গ্রেফতার মধ্যপ্রদেশের বাসিন্দা অভিষেক ম্যাকওয়ানা

কলকাতা: সেনা কর্মীর পরিচয় দিয়ে সল্টলেক ডিএল ব্লকের এক বৃদ্ধকে প্রতারণা করে এক যুবক। তাকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ মধ্যপ্রদেশের গ্রেফতার করল।নাম অভিষেক ম্যাকওয়ানা।

পুলিশ সূত্রের খবর চলতি বছর জানুয়ারি মাসে নিজের বাড়ি ভাড়া দেওয়ার জন্যে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়েছিলেন সল্টলেক ডি এল ব্লকের বাসিন্দা সুশীল কুমার। বিজ্ঞাপন দেখে তার কাছে একটি ফোন আসে এবং তাকে সেই ফোনে এক ব্যক্তি নিজেকে সেনা কর্মী পরিচয় দেয়। এবং সে বাড়ি ভাড়া নিতে ইচ্ছুক বলেও জানান। তিনি জানান তার ট্রান্সফারের কারণে সে সল্টলেকে বাড়ি ভাড়া খুঁজছে। এরপরেই তাদের কথোপকথন হতে থাকাকালীন সমস্ত নথিপত্র পাঠাতে বলে। এর পরে অনলাইন ট্রানজেকশনের জন্য তার কিউআর কোড পাঠাতে বলে। এরপরেই ঘটে বিপত্তি।অ্যাকাউন্ট নং পাঠাতেই মুহূর্তের মধ্যেই দেড় লক্ষ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়। তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে প্রথমে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন ।এরপরে ১ ফেব্রুয়ারি ২০২৩ এ বিধাননগর সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ করেন।

এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করে। তথ্য খতিয়ে দেখে উজ্জয়ন মধ্যপ্রদেশে হানা দেয় সাইবার ক্রাইম থানার তদন্তকারী অফিসাররা। সেখান থেকে গ্রেফতার করা হয় অভিষেক ম্যাকওয়ানাকে। ৪ দিনের ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হয় কলকাতায়। আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় এবং পুলিশ খতিয়ে দেখবে এই ঘটনার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে।